উত্তরদিনাজপুর

রায়গঞ্জের দুই কৃতি ছাত্রকে সম্বর্ধনা প্রদান জেলা শাসকের

নাসাতে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ প্রাপ্ত ও পেট্রোল চালিত সাইকেল আবিষ্কারক উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দুই কৃতি ছাত্রকে সম্বর্ধনা প্রদান করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা শাসক আয়েষা রানী-এ কর্নজোড়ার জেলা কার্যালয়ে বিবেকানন্দ সভাগৃহে এক অনুষ্ঠানে জেলার দুই ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে খুশি দুই ছাত্র। 

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস অফ ম্যাথমেটিক্স এ প্রথম স্থান অর্জন করে নাসাতে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ পেয়েছে রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র স্বপ্রভ দে। বড় হয়ে একজন বিজ্ঞানী হিসেবে নাসাতে যেতে চাইছিল সে। অপরদিকে, মোটর বাইকের ইঞ্জিন লাগিয়ে পেট্রোল চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে রায়গঞ্জের বিধানগর এলাকার ষষ্ঠ শ্রেনীর ছাত্র পবন শর্মা। এক লিটার পেট্রোলে ৮০ কিলোমিটার ছুটে চলার ক্ষমতা রাখে তাঁর তৈরি সাইকেল। তার তৈরী সাইকেলের গতিও যথেষ্ট দ্রুত। এই কর্মকান্ডে মোট খরচ হয়েছে ১৮ হাজার টাকা। তার এক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার কাকা গিরিধারী শর্মা। পবন আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চায়। জেলা প্রশাসনের থেকে এমন অভিবাদন পেয়ে খুশি এই দুই কৃতি পড়ুয়া ও তাঁদের পরিজনরা। এত অল্প বয়সে রায়গঞ্জের মতো ছোট্ট শহরে থেকে দুই কৃতি ছাত্রের এই সাফল্যে খুশি শহরবাসী থেকে জেলাবাসী। 

এবিষয়ে জেলা শাসক আয়েষা রানী-এ জানান, এতো ছোট বয়সে এই দুই বালক যে সাফল্য অর্জন করেছে। তাতে উত্তর দিনাজপুর জেলার সুনাম বৃদ্ধি পেয়েছে। তাঁদের অনুপ্রেরণা যোগাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পবনের তৈরি পেট্রোল চালিত সাইকেল সহ অন্যান্য সবকিছু নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করার হয়েছে বলে তিনি জানান।